স্থানীয় সমস্যা : রাজারহাট নিউটাউন বিধানসভা (১১৫)

২০১১ সালে পূর্বতন রাজারহাট (সংরক্ষিত ) আসনটি ভেঙে এই বিধানসভাটি গঠিত হয় ।২০১৯ সালের ভোটার লিস্ট অনুযায়ী এই পি বিধানসভার ভোটার সংখ্যা ২,৬৯,০২৩ এইখানে আছে ২৮০ টি পোলিং স্টেশন । বর্তমান বিধায়ক ২০১১ সাল থেকে এখানকার বিধায়ক রয়েছেন ।বর্তমানে তিনি বিজেপি দলের সদস্য ।এই বিধানসভাটির মূল সমস্যা টি হলো গণ পরিবহনের ,এবং এই অঞ্চলের বাজারহাট ও সেই ভাবে গড়ে ওঠেনি । এই বিধানসভার অন্তর্গত অনেক পঞ্চায়েত আছে সেইখানকার সব ব্যবস্থা অপ্রতুল ।