আজকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা কাশীরামের জন্মদিনে উপস্থিত হয়ে তার মূর্তিতে মাল্যদান করেন ।সেই
অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনিজানান২০২১সালেরআসন্নবিধানসভানির্বাচনেপশ্চিমবঙ্গ,তামিলনাড়ু,কেরল,পুদুচেরিতে তার দল প্রার্থী দেবে ।এইনির্বাচনে প্রত্যেকটি রাজ্যে একাই লড়বে বলে জানান তিনি । তিনি বলেন অতীত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে জোটের হয়ে অন্য দল গুলিরসাথে বিএসপি কাজ করলেও ভোটের সময় জোটবদ্ধ দল গুলি বিএসপি প্রার্থী কে সেই ভাবে ভোট দেন না তাই এই সিদ্ধান্ত ।