গতকাল নির্বাচন কমিশন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা হিসাবে কর্তব্যে গাফিলতির জন্য বিবেক সহায় কে
অপসারিত ও সাসপেন্ড করে তার জায়গায় নতুন নিরাপত্তা অধিকর্তা হিসাবে নিয়োজিত করলেন আইপিএস জ্ঞানবন্ত সিংহ কে । তিনি এতোদিনঅতিরিক্ত অধিকর্তা (নিরাপত্তা )পদে ছিলেন ।উল্লেখ্য নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেন ।