বাঁকুড়া জেলাতে গেরুয়া ঝড় তুলতে শহরে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।গতকাল জঙ্গলমহলে অমিত শাহের পরে আজকে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।জঙ্গলমহল কে পাখিরচোখ করে বিজেপি ,গত লোকসভা নির্বাচনে এই এলাকাতে এগিয়ে ছিল বিজেপি ।আজকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে কুমারী টকিজ সিনেমা হল থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে রোড শো তে জনপ্লাবনে সামিল হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...