জনসভা তে ভিড় না হওয়ার কারণে দিল্লী জরুরি বৈঠকে বসছেন বিজেপি নেতারা

দিল্লির নেতাদের নিয়ে সভা এবং রালি করলেও লোক হচ্ছে না পশ্চিমবঙ্গের ,পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামের
মিটিংয়ে সেই জন্য কালকে রাতে কলকাতার একটি দামি হোটেলে জরুরি মিটিংয়ে বসেছিল অমিত শাহ ,নাড্ডা,শিবপ্রকাশ ,কৈলাশ বিজয়বর্গীয় ও বঙ্গ শীর্ষ নেতারা ।আজকে ফের দিল্লিতে বৈঠক আছে সেই বৈঠকে যোগ দিতে পারেন মুকুল রায় ,এখনো বিজেপির ১৭০ টি আসনে প্রার্থী বাছাইয়ের কাজ বাকি ।