দেশের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ,ফেব্রূয়ারির পরে মার্চের প্রথম দুই সপ্তাহে ভারতের রফতানি বাড়লো ।প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ১৭.২৭% বেড়ে রফতানি এসে দাঁড়িয়েছে ১৪২২ কোটি আমদানি ও ২৭.৭৭ % বেড়েএসে দাঁড়িয়েছে ২২.২৪ কোটি ডলারে । তার ফলে ওই সময়ের মধ্যে বাণিজ্যিক ঘাটতি এসে দাঁড়িয়েছে ৮০২ কোটি ডলারে ।রফতানি বেড়েছে ইঞ্জিনিয়ারিং পণ্যের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...