আজকে লালগড়ে জনসভাতে মমতা তীব্র আক্রমণ সানালেন বিজেপির বিরুদ্ধে

আজকে লালগড়ের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন ,বিজেপি এইখান থেকে জিতে বিগত দুই বছরে এইখানকার মানুষদের জন্য কিছুই করেননি ।অথচ আমাদের সরকার এইখানকার মানুষদের জন্য মেডিক্যাল কলেজ ,স্টেডিয়াম,বিশ্ববিদ্যালয় ,রাস্তা ,সেতু করে দিয়েছে ।আমি এইখানকার জন্য উন্নয়ন করছি বলে আমার প্রচার বন্ধ করতে নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে ,এমন কি আমার উপরে আঘাত ও হানা হয়েছে ।