আজকে লালগড়ের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন ,বিজেপি এইখান থেকে জিতে বিগত দুই বছরে এইখানকার মানুষদের জন্য কিছুই করেননি ।অথচ আমাদের সরকার এইখানকার মানুষদের জন্য মেডিক্যাল কলেজ ,স্টেডিয়াম,বিশ্ববিদ্যালয় ,রাস্তা ,সেতু করে দিয়েছে ।আমি এইখানকার জন্য উন্নয়ন করছি বলে আমার প্রচার বন্ধ করতে নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে ,এমন কি আমার উপরে আঘাত ও হানা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...