শিশির অধিকারীর বিজেপি তে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা

বর্তমানে তৃণমূলের কাঁথির সাংসদ শিশির অধিকারীর অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যের রাজনৈতিক
মহলে ।কয়েকদিনে আগে বিজেপির সাংসদ লকেট চ্যাটাজি এসেছিলেন তার বাড়িতে সৌজন্য সাখ্যাৎকার করতে ,আজকে চন্ডিপুরে বিজেপি প্রার্থী পুলক গুরিয়ার সমর্থনে সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ,আগামী ২৪ সে মার্চ কাঁথিতেবিজেপির হয়ে যে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী তাতে শিশির অধিকারী অবশ্যই উপস্থিত থাকবেন ।