যশ দাশগুপ্ত ডানকুনি স্টেশন সংলগ্ন চামুন্ডা মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন তার বিধানসভার প্রচার । তিনি জানান মানুষের কাছে পৌঁছাতে ও আশীর্বাদ নিতে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন ।যশ কে দেখতে প্রচুর মানুষের ঢল নামে ।নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যশ কোনো রকমের খামতি রাখতে চাইছেন না ।পাশাপাশি জয়ের ব্যাপারে ও তিনি এক প্রকার আত্মপ্রতয়ী ।এইখানেরদুই প্রার্থী হলেন মোহাম্মাদ সেলিম ও স্বাতী খন্দকার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...