টুম্পা সোনা গান কে হাতিয়ার করে প্রচার করছেন তরুণ তরুণী বাম প্রার্থীরা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা  নির্বাচনে সিপিএম ,রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে  গিয়ে টুম্পা সোনার মত  প্যারোডি  গান কে হাতিয়ার করেছে ।তারা রাস্তায় রাস্তায় প্রচার করছেন হল্লাগাড়ি  কে নিয়ে ।ব্রিগেড সমাবেশের প্রচারে তারা  নিত্য নাট্য দেখিয়েছিলো ফ্ল্যাশ  মবের মাধ্যমে ,তারই ওপর রূপ হলো এই হল্লাগাড়ি ।