এগরার সভা থেকে আদি বিজেপি দের বঞ্চনা তে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

আজকে পূর্ব মেদিনীপুরের এগরার জনসভা থেকে বিজেপি কে লক্ষ্য  করে মমতা বলেন সমস্ত  গদ্দারেরা বিজেপিতে গিয়েছে ,টিকিট ও পাচ্ছে  আবার অন্য দিকে বিজেপির পুরোনো লোকেরা ঘরে বসে কেঁদে  যাচ্ছে । গতকাল  বিজেপি ১৪৮ জন নাম ঘোষণা করার পর থেকেই আদি  বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে  থাকেন ,পোস্টার  ব্যানার ফেস্টুন ছিড়ে  দেন ,টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন । এই বার বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের কাছে তৃণমূলের জন্য ভোট চাইতে পারেন মুখ্যমন্ত্রী ।