পাহাড়ে পাকা গুঁটি কেঁচে যেতে পারে বিনয় ও বিমলের ঝগড়ায়

পাহাড়ের তিনটি বিধানসভা আসন ছেড়ে দিয়েছিলো  তার বন্ধু দল  গোর্খা জনমুক্তি মোর্চা কে ।এখন প্রশ্ন  উঠেছে বিমল গুরুং বনাম বিনয় তামাংয়ের লড়াইয়ে  আদৈ  কি ফসল কুঁড়োতে  পারবে তৃণমূল কংগ্রেস ? নাকি অন্য দিকে এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে বেরিয়ে যাবেন বিজেপি ।পাহাড়ের এই  রাজনৈতিক তরজা  তে  ফায়দা কে তোলে সেটাই  এখন দেখার ।কালিম্পঙের  বিমল পন্থী নেতা শুভ প্রধানের ইস্তফা বিমিলের পক্ষে এক বড় ধাক্কা ।