তৃণমূল কংগ্রেস কর্মীদের চাপে ৪ কেন্দ্রে প্রার্থী বদল করলো

স্থানীয় স্তরে অসন্তোষ চরমে ওঠায় শুক্রবার দুবরাজপুর ,কল্যাণী ,অশোকনগর ও আমডাঙায় প্রার্থী বদল
করলো তৃণমূল কংগ্রেস ।কল্যাণী কেন্দ্রে যতীন প্রার্থী হয়েছেন অনিরুদ্ধ বিশ্বাস ,অশোক নগর কেন্দ্রে নারায়ণ গোস্বামী ,আমডাঙ্গা কেন্দ্রে রফিকুর রহমান এবং দুবরাজপুর (সংরক্ষিত ) আসনে দেবব্রত সাহা ।