বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী যোগ দিলেন বিজেপিতে

অমিত শায়ের জনসভা থেকে শিশির বাবু বলেন “মেদিনীপুরের মানুষ কে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মান
করেছেন ,এর যোগ্য জবাব তিনি ভোটে পাবেন । আমাদের পরিবার অনেক সংগ্রামের মধ্যে দিয়েই মেদিনীপুরের মাটিতে আছে ।তিনি নন্দীগ্রামে পায়ের ব্যাথা কে মেদিনীপুর বাসীর অপমান করেছেন এর উপযুক্ত জবাব তিনি ভোটে পাবেন।