গ্রাহকেরা সংখ্যা বাড়লো ইপিএফও তে

গত জানুয়ারী তে কর্মী প্রভিডেন্ট ফান্ডে ইপিএফের গ্রাহক সংখ্যা বেড়েছে ১৩.৩৬ লক্ষ্য যা এক বছরের
আগের তুলনাতে ২৮% বেশি । গত শনিবার ইপিএফ ও জানুয়ারির সদস্য সংক্রান্ত প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে ,সেইখানে জানা যাচ্ছে ২৪% সদস্য বেড়েছে ।অর্থ নীতি বিদ দের একাংশের অভিযোগ এই তথ্য পুরোপুরি ঠিক নয় ,কারণ বহু মানুষ অসংগঠিত ক্ষেত্র থেকেসংগঠিত ক্ষেত্রে যোগ দিয়ে সদস্য হন ।