আর্চার শুধু ওয়ান ডে সিরিজ নয় আইপিএল হয়তো খেলতে পারবেন না চোটের জন্য

গতকাল সাংবাদিক বৈঠকে ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী ওয়ান ডে সিরিজে
দলের হয়ে খেলতে পারবেন না জোফ্রে আর্চার ।তার কনুইয়ের ছোট সারানোর জন্য তিনি ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ।কনুইয়ের চোটের জন্যতিনি প্রথম দুটি টেস্ট খেলেননি ।এখন জানা যাচ্ছে হয়তো আইপিলে তিনি রাজস্থানের হয়ে নাও খেলতে পারেন ।