আজকে বাঁকুড়ার তিনটি জনসভা তে তৃণমূল সুপ্রিমো ধার করলেন মহাগুরুর ডায়লগ

গত ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভাতে যোগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন ।তিনি ব্রিগেড থেকে একটি ডায়ালগ বলেছিলেন এইবারের ভোটের ডায়ালগ হবে “এক ছোবলেই ছবি “,আজকে বাঁকুড়ার ইন্ডাসে জনসভাতে তৃণমূল সুপ্রিমো বলেনবিজেপি ,জলধর নয় বিষধর স্যাপ ,বিষাক্ত কেউটে যেইখানে ঢুকবে সেইখানে ছোবল মারবে আজকে বাঁকুড়ার ইন্দাস, বটজোড়া ছাড়াওএকই কথা ঘুরিয়ে বলেছেন তিনি অর্থাৎ মিঠুনের কথা তেই সিলমোহর দিলেন তিনি ।