গত ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভাতে যোগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন ।তিনি ব্রিগেড থেকে একটি ডায়ালগ বলেছিলেন এইবারের ভোটের ডায়ালগ হবে “এক ছোবলেই ছবি “,আজকে বাঁকুড়ার ইন্ডাসে জনসভাতে তৃণমূল সুপ্রিমো বলেনবিজেপি ,জলধর নয় বিষধর স্যাপ ,বিষাক্ত কেউটে যেইখানে ঢুকবে সেইখানে ছোবল মারবে আজকে বাঁকুড়ার ইন্দাস, বটজোড়া ছাড়াওএকই কথা ঘুরিয়ে বলেছেন তিনি অর্থাৎ মিঠুনের কথা তেই সিলমোহর দিলেন তিনি ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...