মতুয়া মহাসংঘের নেতা মঞ্জলকৃষ ঠাকুর অভিযোগ করেন যে এইবারের বিধানসভাতে তাদের দাবি অনুযায়ী ৩০ টি আসনে বিজেপির প্রার্থী করার কথা ছিল মতুয়াদের ,কিন্তু তা মানা হয়নি একই অভিযোগ সোনা গেলো প্রাক্তন তৃণমূলসাংসদ মমতা বলা ঠাকুরের গলাতেও ,অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ তার বাবার ও পরিবারের দাবি কে তাদের ব্যক্তিগত বলে বলেন,তিনি বলেন শান্তিপুর সহ বেশ কয়েকটি জায়গায় মতুয়াদের প্রার্থী করা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...