আগামী ২৭ সে মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাতে প্রথম দফার ভোট ,কিন্তু বিজেপি কর্মীরা বাংলা জুড়ে প্রার্থী
পছন্দ না হওয়াতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন । এই দিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব চেষ্টা করছেন স্থানীয় কর্মী নেতাদের সঙ্গে কথা বলেএই ক্ষোভ প্রশমনের কিন্তু তাতেও মিলছে না সুরাহা ।আজকে হেস্টিংয়ে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে,কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রেআবাদ কিশোর গুপ্ত কে তাদের দলের প্রার্থী তালিকা থেকে নাম সরিয়ে দিতে হবে ,কারণ এই ব্যক্তি কোনো দলীয় কর্মসূচিতে কোনোদিন
থাকেনি ,একই ভাবে প্রার্থী নিয়ে বিক্ষোভ হচ্ছে মুরারই তেও ।