বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অমিত শাহের সাথে দেখা করে রবিবার রাতে তার পছন্দের বেশ কিছু মতুয়া
প্রার্থীদর জন্য দরবার করেন ।শান্তনু ঠাকুর শাহ কে অনুরোধ করেন বনগাঁ উত্তর ,বাগদা ও গাইঘাটার এই তিনটি আসনে তাদের পছন্দ মত মতুয়া প্রার্থী যেন বিজেপির নমিনেশন পায় । জানা যাচ্ছে শাহ শান্তনু কে গাইঘাটা কেন্দ্রে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলে তিনি তা নিতে স্বীকার করেনি ,জানা যাচ্ছে বনগাঁ উত্তর ও বাগদাহ তে বর্তমান দুই এমএল এ বিজেপির পছন্দের তালিকাতে আছে ।