ডিসেম্বরে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তাদের পরিবারেও পদ্য ফুটবে ।
সেই কথা অনুযায়ী ছোট ভাই সৌমেন্দু ও তার বর্ষীয়ান পিতা শিশির অধিকারীও ও বিজেপি তে যোগদান করে । এইবার তমলুকের সাংসদদিব্যেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর কাঁথির সভাতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ,বিজেপির তরফ থেকে সেই সভা তে হাজির থাকার জন্যআমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে । তবে দিব্যেন্দু বাবু জানিয়েছেন তিনি সভাতে উপস্থিত থাকবেন সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিয়ে নেননি ।