আগামীকাল প্রথম দফা ভোটের প্রচারের শেষ দিনে রাজ্যে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী ।বিজেপি সূত্রে জানা গিয়েছে অমিত শাহ কাল বিষ্ণুপুর ,বাগমুন্ডি ,ঝাড়গ্রাম মেচেদা তে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন শাহ । বিষ্ণুপুরে আছে সাংগঠনিক বৈঠক ,মিঠুনের আগামীকাল রোডশো কর্মসূচি রয়েছে ছাতনা ,সালতোড়া ,এবং রাইপুরে ।আগামী রবিবার মিঠুন
রোড শো করবেন ইন্ডাস এবং কেশপুরে ।