Bengal Polls 2021ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের মনোনয়ন বাতিলের দাবি করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় য়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে তার প্রার্থী মনোনয়ন বাতিলের দাবি জানালেন ,অভিযোগ কমিশনের দেওয়ার হলফনামাতে প্রার্থী তার নাম লিখেছেন কল্যানেন্দু ঘোষ অথচ প্রচারেব্যানারে কিংবা দেওয়ালে তার নাম লেখা হয়েছে কল্যাণ ঘোষ হিসাবে ।মনোনয়ন দেয়ার সময় যে স্ট্যাম্প পেপার টি কেনা হয়েছিল সেটি কল্যাণ ঘোষের নামেই কেনা হয়েছিল,এই বিভ্রান্তির জন্য তিনি তার মনোনয়নের দাবি জানান ।