খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল – জুন ) যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা গাচ্ছে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮.২%। গত বছর এই হার ছিল ৫.৬%,পাশাপাশি চিনে এই আর্থিক বৃদ্ধির হার হলো ৬.৭%। দেশে কলকারখানা বৃদ্ধির হার হলো ১৩.৫%গত জুলাই মাসে পরিকাঠামোতে বৃদ্ধি হয়েছে ৬.৬%,কমেছে রাজকোষ ঘাটটি প্রায় ৬% এই সব মিলিয়েই এই বৃদ্ধি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...