এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের বৃদ্ধি ৮% পৌছালো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : সম্প্রতি ২০১৮-১৯ অর্থবর্ষের  প্রথম ত্রৈমাসিকে  (এপ্রিল – জুন ) যে ফলাফল  প্রকাশিত  হয়েছে তাতে দেখা গাচ্ছে  ভারতের  আর্থিক  বৃদ্ধির হার ৮.২%। গত বছর  এই হার ছিল  ৫.৬%,পাশাপাশি চিনে এই আর্থিক বৃদ্ধির হার হলো  ৬.৭%। দেশে কলকারখানা বৃদ্ধির হার হলো ১৩.৫%গত জুলাই মাসে পরিকাঠামোতে  বৃদ্ধি হয়েছে  ৬.৬%,কমেছে রাজকোষ ঘাটটি  প্রায় ৬% এই সব মিলিয়েই এই বৃদ্ধি ।