পুরুলিয়া জেলার মানবাজার ,রঘুনাথপুর ,ঝালদা ,কাশিপুর সহ বিভিন্ন জায়গায় জেলার ভোটের যে বিভিন্ন
খবর আসছে তাতে বোঝা যাচ্ছে এই জেলাতে ভোটের হার ,কিছু কম থাকলেও তা মোটের উপরে শান্তিপূর্ণ ।বিভিন্ন বিধানসভার প্রার্থীদেরঅভিযোগ থাকলেও তা অত গুরুতর নয় ,এইখানে কেন্দ্রীয় বাহিনী এখন অব্দি covid বিধি মেনে কড়া হাতে ভোট করাচ্ছে অন্যান্য জেলাগুলি থেকে হিংসার যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুপাতে পুরুলিয়ার ভোট শন্তিপূর্ণ বলা চলে ।