মুজিবুর রহমান জন্ম শততম বর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির ৫০ তম বর্ষ উপলক্ষে গতকাল ঢাকাতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ।তারই মধ্যে আজকে তিনি বাংলার মতুয়া ভোটার দের মন পাওয়ার জন্য যান ওরকান্দিতেযান হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে ।মতুয়া মন্দিরে পুজো দেন তিনি বলেন হরিচাঁদ ঠাকুরের কথা এবং প্রশংসা করেন বিজেপির মতুয়া সাংসদশান্তনু ঠাকুরের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...