শনিবার সকাল ১১ টা নাগাদ ঝড়াগ্রাম জেলার গোপীবল্লবপুরে কুলিয়ানা গ্রামের বাড়িতে হাজির হন দিলীপ ঘোষ ।তার পরে কুলিয়ানা জুনিয়র হাই স্কুলের ভোট কেন্দ্রে ভোট দিতে যান বেলা ১:৩০ নাগাদ ।ভোট শেষে তিনি গ্রাম বাসীদের সাথে বেশ কিছুক্ষন কথা বলেন ।স্থানীয়রা তাকে হরিনাম সংকীর্তনে যোগ দেয়ার অনুরোধ করেন আগা গোড়া খোসা মেজাজে ছিলেন ,এবং বাড়িতে এসে মধ্যাহ্নভোজ করেন ।তারপরে পরিবারের সাথে অনেকটা সময় কাটান ।