ছত্রধর মাহাতো গ্রেপ্তার ভোটের পরের দিন

গতকাল রাত ৩ টা ৩০ মিনিট নাগাদ তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো কে তার নিজের গ্রামের
বাড়ি থেকে গ্রেপ্তার করলো এনআই এ ।তাকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের এন আই এ দফতরে আজকে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে । ২০০৯ সালে ১৪ জুন লাল গড়ের ধারামপুরে সিপিআই এম নেতা প্রবীর মাহাতো খুনের অপরাধে ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতাজন্য জেলবন্দি ছিলেন তিনি ।মার্চ মাস তাকে হাজিরা দিতে বলেছিলো এন আই এ,কিন্তু তিনি তা না মানায় আজকে তাকে গ্রেপ্তার করলো ৪০ জনের একটি দল ।