বারুইপুর জেলা পুলিশের অভিযানে উদ্ধার হলো তাজা বোমা ও অস্ত্র তৈরির কারখানা

শনিবার রাতে  জোড়া অভিযানে নেমে বারুইপুর জেলা পুলিশ  নরেদ্রপুর থেকে উদ্ধার করেছে প্রচুর বোমা এবং কুলতলী থেকে আবিষ্কার করেছে গোপন আগ্নেয়াস্ত্র তৈরির  কারখানা ।বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ  এবং কুলতলী থানা পুলিশ  যৌথে উদ্যোগে অভিযান চালিয়ে কুলতলির জেলে পাড়া তে  অসমত  মন্ডল নামক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে  প্রচুর আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম  এবং নরেদ্রপুরের  একটি ভেরি থেকে উদ্ধার করা হয় তাজা  বোমা  যা নিষ্ক্রিয় করা হয়েছে ।