গ্রেপ্তারি এড়ানোর জন্য নন্দীগ্রামের ভোট থেকে দূরে থাকছেন তৃণমূল নেতা আবু তাহের

ছত্রধর  মাহাতোর  মত  গ্রেপ্তারির ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন একদা নন্দীগ্রাম আন্দোলনের মুখ আবু তাহের ।আবু তাহের  বলেন মমতার হয়ে আমি যাতে প্রচারে না থাকতে পারি তাই শুভেন্দু দা আমার বিরুদ্ধে চক্রান্ত করে গ্রেপ্তারি পরোয়ানা  জারি করেছি ।তিনি আরো বলেন ধর্মের  তাস  খেলতে গিয়ে শুভেন্দু দা  নিজেই নিজের খবর  খুঁড়লেন ,শুভেন্দু দা কে তো  ঘরছাড়া  হতে হয়নি রক্ত ঝরেনি উনি আমাদের সঙ্গে  ছিলেন মাত্র ।সত্যিকারের সাথে থাকলে বিজেপি তে যেতে পারতেন না ।