তৃণমূল নেত্রীর/বিজেপির রোড শো তে বেশি গাড়ির ব্যবহার নিয়ে অভিযোগ জানালো

:নন্দীগ্রামের ভাঙা বেড়াতে  একটি জনসভা থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহের উপরে কি ভাবে ১০০ টির  উপরে গাড়ি থাকে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ।করোনা পরিস্থিতিতে একজন প্রার্থী কতগুলি গাড়ি রাখতে  পারবে  সেই নিয়ে কমিশন নিয়ম বেঁধে দিয়েছে ।তিনি নাম  না করে শুভেন্দুর কনভয়ে ৩০ টির  বেশি গাড়ি কি ভাবে রইলো  সেই নিয়ে প্রশ্ন তুললেন ।