গোসাবা তে যুব তৃণমূল সভাপতি বিস্ফোরক উক্তি

আজকে গোসাবার  দলীয় প্রার্থী গোবিন্দ নস্করের সমর্থন জনসভা করেন  যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।তিনি বলেন আগামী ১ লা এপ্রিল  এই মাঠে যত  ব্যক্তি উপস্থিত আছেন তারা সবাই তৃণমূল কে ভোট দিলে এমনি তেই  বিজেপিপ্রার্থীর জব্দ হবে ।তিনি বলেন বিজেপি হচ্ছে ভাঙা ক্যাসেট শুধু সোনা যায় ,আর আমরা হচ্ছি ডিভিডি যা সোনা এবং দেখা  দুই করা যায় ।