গতকাল কোচবিহারের শিতলকুঁচি পেট্রোল পাম্পের পিছনের একটি মঞ্চ থেকে কম করে ৬০ হাজার শ্রোতার সামনে অমিত শাহ বললনে দিদি সব সময় আপনাদের উত্তরবঙ্গের সাথে অন্যায় করেছে ।পাল্টা শুনতে চাইলেন জনগণের কাছ থেকে দ্বিতীয় বারের আহবানের পরে শ্রোতারা বললেন অন্যায় করেছেন । উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি যেইসব আশার বাণী শুনিয়েছেন তা শুনে মানুষ উৎসাহিত হয়েছে ।