দেশে সোনা আমদানির বৃদ্ধি

বাজেটে শুল্ক কমানো ও বাজারে চাহিদার ফলে সোনার চাহিদা  আর বিক্রি বেড়ে গিয়েছে  অনেক খানি ।তথ্য বলছে গত ২০-২১ অর্থবর্ষের শেষে দেশে সোনার আমদানি বেড়েছে ৪৭১%।গত জানুয়ারী  থেকে মার্চ অব্দি ২০২০ সালে দেশে সোনা আমদানি হয়েছিল ১২৪ টন , আর এই ত্রৈমাসিকে ওটা  হয়েছে ৩২১ টন ।