কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে শনিবার সাত সকালে এস এস কে এম হাসপাতালে ডিউটি তে ছিলেন পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের সাব ইন্সপেক্টর এল কে চৌধুরী । তিনি ট্রমা কেয়ার সেন্টারের সামনে তার জিপি রেখে ভিতরে যান তার পরে সোনা যায় বন্দুকের গুলির শব্দ ।হাসপাতালের কর্তব্যরত অন্যান্য রা সেইখানে ছুটে গিয়ে দেখেন ইন্সপেক্টর চৌধুরী রক্তাত্ব অবস্থায় পরে আছেন তার সার্ভিস রিভলভার থেকে গুলি চলেছে ,পুলিশ ঘটনাটির তদন্ত করছে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...