বিধানসভা নির্বাচনে পায়ের নিচে মাঠি পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি । নানা রাজ্য
থেকে নেতারা আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের প্রচারে সাহায্য করার জন্য ।আজকে কলকাতার টালিগঞ্জ য়ে একটি রোড শো করলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা প্রার্থী বাবুল সুপ্রিয় কে নিয়ে ।টালিগঞ্জ থেকে গড়িয়া অব্দি চলে এই রোড শো ,এনএসসিবোস রোড ধরে চলা এই রোড শো তে প্রচুর দর্শক সমাগম হয়েছিল আসে পাশের উঁচু বাড়ি এবং রাস্তায় ।