গতকাল আলিপুরদুয়ারের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন বিজেপি বাংলার ভোটে হারছে । এই জন্যই তারা কেন্দ্রীয় বাহিনীর মদতে চারি জায়গায় গুন্ডামি করে চলেছে ।তিনি বলেন “গুন্ডামি করে ভোটে জেতা যায়না ,বুদ্ধি দিয়ে হৃদয় দিয়ে ও ভালোবাসা দিয়ে মানুষের সমর্থন আদায় করে নিতে হয় ,এটাই বাংলার রীতি নীতি ,অত্যাচারী হিসাবে তিনি ট্রাম্পের ও উপরে চলে গিয়েছেন “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...