রবিবার মরশুমের প্রথম কাল বৈশাখী দেখা দিয়েছিলো কলকাতাতে জোর বৃষ্টি হয়েছিল উপকূল বর্তী অঞ্চল গুলিতে এবং শহরের দক্ষিণ ভাগে ভালো বৃষ্টি হয়েছিল ।সোমবার তার রেশছিল কিছুটা ।আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার অব্দি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল অথবা সন্ধ্যায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি নামতে পারে শহরে ,সেই সঙ্গে রয়েছে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা ।