মালবাজারের জনসভাতে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

জলপাইগুড়ির বিজেপির ডাকা জনসভা থেকে  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি  বলেন কেন্দ্রীয় সরকারের দেওয়া  বিনামূল্যের রেশন চুরি করে নিয়েছে ,তৃণমূলের গুন্ডারা ।গরিব দের  দেওয়া  কোটি কোটি টাকা তারা নিজেদের পকেটে  ভরেছেন । যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষদের লুট করেছেন , ২ রা মে পরে সেই সব টাকা বের করা হবে তাদের পকেট থেকে বাংলার উন্নয়নের জন্য ।