বৃহন মুম্বাই কর্পোরেশনে ৭২ টি সেন্টার বন্ধ হয়ে গেলো ভ্যাকসিনের অভাবে

বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছেন পর্যাপ্ত টিকার অভাবে ৭১ টি সেন্টার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন , তার মধ্যে আছে বিকেসির  জাম্বো ভ্যাক্সিনেশন সেন্টার  যেটির অবস্থান মুম্বাইয়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রের মধ্যে । এই ভ্যাকসিন  সেন্টার টি বন্ধ হওয়ার পরে সেইখানকার  বাসিন্দারা বিক্ষোভ দেখান ,ওই সেন্টারের ডিন  বলেন আমাদের কাছে মাত্র ১৬০ টি  ডোজ টিকা ছিল  ,তাই সেন্টারটি বন্ধ করতে বাধ্য হয়েছি ।