আজকে অমিত শাহ রুদ্রনীল ঘোষের হয়ে ভবানীপুরের অলিতে গলিতে রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করলেন ।স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দিলেন বিজেপির সংকল্পপত্র ।তিনি যখন ভবানীপুরের সরু গলিতে তখন উলু ,শঙ্খধনি ,জয় শ্রী রাম এবং ভারত মাতা কি জয় স্লোগানে মাতোয়ারা হয় এলাকা । তিনি বলেন এই শহর সিটি অফ জয় হয়ে থাকবে ,আর কলকাতা হবে সিটি অফ ফিউচার ।মধ্যানভোজন সারেন বিজেপির প্রবীণ সদস্য সমরেন্দ্র প্রসাদ বিশ্বাসের বাড়িতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...