বলিউডে শুটিং য়ের উপরে জারি হচ্ছে করোনার বিধি নিষেধ

মহারাষ্ট্রে করোনা আক্রমণ বেড়ে যাওয়াতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ শুটিংয়ের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে ।তাতে বলা হয়েছে জমায়েতের দৃশ্য এবং অনেক শিল্পী নিয়ে নাচের দৃশ্য শুট করা যাবেনা ।এই ছাড়াওমাস্ক পরা এবং সানিটেজসনের বিষয়ে আরো কড়া হতে হবে প্রযোজক ও নির্দেশকদের । ফেডারেশনের প্রতিনিধিরা সব শুটিং স্পটে যাবেন করোনা বিধির নিয়ম ভঙ্গ করা হচ্ছে কিনা তা দেখার জন্য ।