আগামীকাল চেন্নাইয়ের মাঠে ১৪ তম আইপিএলে কেকে আর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের । চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন স্পিনার কাম অলরাউন্ডার হিসাবে শাকিব আল হাসানের নামার সম্ভাবনা খুব বেশি । গতকাল নেটে ১ ঘন্টা ব্যাটিং করেন শাকিব ,আবার ওপর নেটে ছক্কার মহড়া চালাচ্ছিল রাসেল ,চেন্নাইয়ের মাঠে হরভজনের খেলার সম্ভাবনা ও থাকছে । বরুন ,ভাজ্জি এবং শাকিব এই ত্রয়ীকে কে নিয়ে স্পিন এট্যাক বানাতে পারে নাইট রাইডার্স ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...