যেইখানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অথবা ঘটালে গড়ে ৮৫% ভোট পড়েছে ,সেইখানে দাশপুর কেন্দ্রে ভোট পড়েছে মোট ৭৪%।দাশপুরের মোট ভোটার ২,৯৮,০০০ কিছু বেশি তার মধ্যে ৩০% স্বণশিল্পী ও তার পরিবার ।পরিযায়ী সেই শিল্পীদের ৭০% নিজেদের কর্মস্থান থেকে ফেরেনি ভোট দানের জন্য ,ফলে দাশপুরের বহু বুথে ৬০% কম ভোট পড়েছে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...