আজকে মাথা ভাঙা থেকে তৃণমূল সুপ্রিমো ভিডিও কলের সাহায্যে কথা বললেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৪ পরিবারের সদস্য দের সাথে ।তার সঙ্গে কথা হলো তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের ও ।মমতা বলেন ,নির্বাচন কমিশন শীতল কুঁচি নিয়ে যা করেছেন তা এক কথা নজির বিহীন ।শীতলকুচিতে গণহত্যা হয়েছে ।তিনি বলেন কমিশন গুলি কাণ্ডের তথ্য চেপে যাওয়ার জন্যই আগামী ৭২ ঘন্টা ওইখানে কাউকে ঢুকতে দিচ্ছে না ।