সোমবার বারাসাত শহর স্তব্ধ হয়ে যেতে পারে মোদী ও মমতার যৌথ জনসভার জন্য

আগামীকাল বারাসাতে পঞ্চম দফা ভোটের  প্রচারে আসছেন  তৃণমূল সুপ্রিম ও নরেদ্র মোদী তাদের প্রার্থীদের সমর্থনে ।জেলা সদরে এই দুই মহাতারকার সভা ঘিরে ব্যস্ততা তুঙ্গে প্রশাসনের । বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়ামে  সভা  করবেন মুখ্যমন্ত্রী অভিনেতা ও প্রার্থী চিরঞ্জিতের সমর্থনে । বিজেপি প্রার্থী শঙ্কর  চট্টোপাধ্যায়ের সমর্থনে বারাসাতের কাছারি  মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী ,প্রথম সভাটি করবেন মমতা দ্বিতীয়টি করবেন মোদী ।