গতকাল বিধাননগরে (সল্টলেকে ) ৮০ অথবা তার বেশি বয়েসীদের জন্য , সমস্ত করোনার নিয়ম বিধি মেনে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে নিয়ে পৌঁছে গেলো বিধাননগরের প্রবীণদের ঘরে ঘরে ব্যালটের ভোট কালেকশনে । কমিশন সূত্রে জানা গিয়েছে ১১২৮ জন প্রবীণ আবেদন করেছিল ওই ভোট গ্রহণের জন্য ।১৭ এপ্রিল ওই বিধানসভা তে ভোট ,শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে প্রবীণদের ভোট নেওয়া ।