চ্যাটার্জি হাট থানা ঘেরাও করলো তৃণমূল কর্মী সমর্থকেরা

গতকাল  হাওড়াতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের  গ্রেপ্তার করতে মধ্য  হাওড়ার  চাটার্জিহাট থানা  ঘেরাও করলো তৃণমূল কর্মীরা ,আবার সেই সময় ঘেরাও চলাকালীন তিন বিজেপি কর্মীকে  মারধরের অভিযোগ উঠলো বিক্ষোভকারীদের দিকে । দুই পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।