বীমার পরে এইবার ভারতের পেনশন পরিচালনা কারী সংস্থাগুলিতে প্রত্যক্ষ বিদেশী লগ্নির উর্ধসীমা ৪৯%থেকে বেড়ে ৭৪% অব্দি হতে পারে ,বলে খবর সরকারি সূত্রে ।জানা যাচ্ছে সংসদের আগামী বর্ষা অথবা শীতকালীন অধিবেশনের এই বিল আনতে পারে কেন্দ্র তবে তাতে পিএফআর ডি এ আইন সংশোধনের ব্যবস্থা থাকবে ।