আগামী জুন থেকে হয়তো বা মিলতে পারে আরো ৫ টি করোনার প্রতিষেধক

কেন্দ্রীয় স্বাস্থ্য  মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে  আরো ৫ টি সংস্থা ভারত কে করোনা প্রতিষেধকের যোগান দেবে । সরকারি সূত্রের খবর  স্পুটনিক ভি ,জনসন  এন্ড জনসন , নোভাভ্যাক্স ,জাইদাস  ক্যাডিলার টিকা  এবং ভারত বায়োটেকের ইন্ট্র্যানাজাল  ভ্যাকসিন  কে এই দেশে নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য ছাড়পত্র দিতে পারে কেন্দ্র ।